কুড়িগ্রাম উলিপুরের ধামশ্রেন ইউনিয়নের সামাজিক সংগ ঠন রংধনু,এর আয়োজনে সোবাহান বাজার সংলগ্ন সবু মিয়ার আম বাগানে এক বিশাল আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক,”অহংকারের পতন ” অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ক্লোজআপ ওয়ান তারকা সাজু আহমেদ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজাদুর রহমান সাজু তালুকদার,সদস্য আওয়ামীলীগ,কুড়িগ্রাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ সরকার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,উলিপুর,
মোঃশরিফ মিয়া,ইউপি সদস্য,ধামশ্রেনী,জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য,মিন্টু মিয়া ইউপি সদস্য,
সার্বিক তত্বাবধানে মাহমুদুল হাসান সুজন,যুগ্ম আহবায়ক, আওয়ামীলীগ ধামশ্রেনী ইউনিয়ন শাখা।৮নং ধামশ্রেনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতি ত্বে- অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ এম শফিক সুজন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ (ধামশ্রেনী)