বিশ্ব হার্ট দিবসে” শুনুন আপনার হৃদয়ের কথা” ওয়াকাথন অনুষ্ঠিত-২০২৩,
Reporter Name
Update Time :
শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
/
61 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদক:
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস,এবছর দিবসটির প্রতিপাদ্য-শুনুন আপনার হৃদয়ের কথা। দিবসটি স্মরণে রাজশাহীতে ভারতের প্রখ্যাত হৃদ শল্যবিদ ডা: দেবী শেঠী পরিচালিত নারায়ানা হেলথ হাসপাতালের উদ্দোগ্যে ওয়াকাথন র্যালি অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল ১০টায় সিটি বাইপাস মোড় থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলাবাগান এলাকায় গিয়ে শেষ হয়।
এরআগে ওয়াকাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে ডা: দেবী শেঠী পরিচালিত নারায়ানা হেলথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।