মোঃ শফিকুল ইসলাম,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশি য়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এশিয়ান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।২২ সেপ্টেম্বর রোজ শুক্রবারবিকাল ৪ ঘটিকায় বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘীর পাড়,স্বাধীন বাংলা মডেল স্কুলে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউ ন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহা সচি ব উৎপল কুমার দাশ এর সঞ্চালনায় ওসংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজি জ এর সভাপ তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি লেন সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লী গের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আগামী বিশ্ব হবে প্রতিযোগিতা ও অভিজ্ঞতা সম্পন্ন বি শ্ব,যে জাতি যত কাজে অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে জাতি ততই উন্নতি লাভ করবে। আর তাই দেশের বেকার যুব ও নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম কে আরও বেগবান করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
এই সময় প্রধান অতিথি বলেন,এই উদ্যোগ টি বর্তমান সময়ে বেশ উপযোগী ও বাস্তবসম্পন্ন।তাই এই কাজে র সাথে সম্পৃক্ত থাকার জন্য দেশের সকল বিত্তশালী দের প্রতি উদাত্ব আহবান জানান তিনি।
এই সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ই সলা ম,ওমর শাহা পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হা ফিজুর রহমান,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ আবুল হাশেম,শামসুন নাহার সামু,মোঃ ফরিদ গাজী, মোঃ মোকছেদুল হক আফরোজা খানম,ফয়সাল,মুন প্রমুখ।পরিশেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।