মোঃ খাইরুল ইসলাম মুন্না – বেতাগীতে সিআইপি আরবি‘র ভাসা প্রকল্পের ইউনিয়নভিত্তিক সাঁতার প্র তিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ কর ছেন অতিথিরাবেতাগীতে সিআইপিআরবি‘র ইউনি য়ন ভিত্তিকবার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণবেতাগী (বরগুরা) প্রতিনিধিবরগুনার বেতা গীতে গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেন শন অ্যান্ড রিসার্চ,বাংলাদেশ ( সিআইপিআরবি)‘র ভাসা প্রকল্পের আওতায় বরিশাল অঞ্চলে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়ন পর্যায়ে অনু ষ্ঠিতহয়ে গেল ইউনিয়ন ভিত্তিকবার্ষিক সাঁতার প্রতি যোগিতা ও পুরুস্কার বিতরণঅনুষ্ঠান। ইউপি চেয়ার ম্যান নওয়াব হোসেন নয়নের সভাপতিত্বে এতে প্রধা ন অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো. মাকসু দুর রহমান ফোরকান,বিশেষ অতিথি,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম,প্রকল্পের ফিল্ডটিম ম্যানে জার মো: মোতাহের হোসাইন,ফুলতলা বিকাশ মাধ্য মিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো:
ফরিদ উদ্দিন আহম্মেদ,সুশাসনের জন্য ণাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুলইসলাম মন্টু ও বেতাগী ণাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদা র।শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্পের আঞ্চলিক সন্বয় কারী রজত সেন। এতে চাঁরটি বিভাগে মোট ৩৬ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এর আগে উপজেলার পুটিয়াখালী গ্রামে অতিথিরা আঁচল পরিদর্শন করে ন। এ সময় আসছে শীতে আঁচলের জন্য উপজেলা চেয়ারম্যান মাদুর প্রদানের আশ্বাস প্রদান করেন।