জেলা প্রতিনিধি”
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সি রাজুল হুদা পিপিএম-বার,সহকারী পুলিশ সুপার (বি সার্কে ল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জা মান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮/০৫/২০২৪ খ্রিঃ ১৭.২০ ঘটিকায় বোদা থানাধীন ০২ নং ময়দানদিঘী ইউপির রহমতপুর গ্রামস্থ রহমতপুর ব্রিজের অনুমান ২০ গজ পূর্ব দিকে ময়দানদিঘী হইতে নতুনহাটগামী পাকা রাস্তার উপর উপর নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময়
আসামি ১। মোঃ আরমান হোসেন উরফে আরিফ (২০), পিতা মোঃ তরিকুল ইসলাম,সাং-আমলাহার,থানা পঞ্চগড় সদর,২। মোহাম্মদ জাফিরুল ইসলাম (৩০),পিতা মোঃ আফছার আলী আরাজি শিকারপুর বাগানবাড়ি থানা-বোদা, উভয়ের জেলা-পঞ্চগড়দ্বয়কে মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদ্বয়ের এর বিরু দ্ধে বোদা থানার মামলা নং-৩৮,তারিখ ২৮/০৫/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়। আসামিদ্বয়কে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজা ম্মেল হক পিপিএম,এসআই মো: বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্স,বোদা থানা,পঞ্চগড়।