নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে কক্সবাজার জেলার উখিয়া,বালুখালী,পালংখালী,ঘুমধুম সহ বিভিন্ন স্থানে যুবনেতা তরুন সমাজ সেবক সওকত উসমান সৈকতের ৩৬ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার(০৪ ফেব্রুয়ারী) ছিল উখিয়া উপজেলার বালুখালী এলাকার তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সওকত উসমান সৈকতের ৩৬ তম জন্মদিন। জন্মদিনে সারাদিন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ও শুভানু ধ্যায়ীদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভালোবাসায় ভাসছেন সওকত উসমান সৈকত।
শনিবার সন্ধ্যায় বালুখালীস্থ নীজ বাড়িতে পরিবারে র সদস্যদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তরুন সমাজ সেবক যুবনেতা সওকত উসমান সৈকত।এসময় উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার(০১নং ওয়ার্ড) নুরুল আলম,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুল হক বাপ্পি,যুবনেতা খাইরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।এদিকে যুবনেতা সওকত উসমান সৈকতের ৩৬ তম জন্মদিন উপলক্ষে সকালে ঘুমধুম,দুপুরে কাস্ট ম,বিকালে পালংখালীতে পৃথক পৃথক ভাবে পালিত হয় যুবনেতা সওকত উসমান সৈকতের ৩৬ তম জন্মদিন।
উল্লেখ্য: তরুন সমাজ সেবক যুবনেতা সওকত উস মান সৈকত একজন সহজ সরল ও ন্যায়পরায়ন ব্যক্তি হওয়ায় তার প্রতি মানুষের ভালবাসার কমতি নেই। বালুখালীসহ উখিয়ায় রয়েছে তার ব্যাপক সুনাম।