October 16, 2024, 7:36 am
শিরোনামঃ
চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার মসিকের ভাষা সৈনিক আব্দুল মতিন পাঠাগার উদ্বোধন সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন ২ দিনের রিমান্ডে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান অদৃশ্য শক্তির কারণে বহাল তবিয়তে রেলের দূর্নীতিবাজ ১০ কর্মকর্তা, নীরব রেল প্রশাসন ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিলো ‘শৈল্পিক স্বপ্ন’ তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভুরুঙ্গামারী ক্লিনিকে ভূল চিকিৎসায় রুগীর মৃত্যু হওয়ায় আড়াই লক্ষ টাকার বিনিময়ে ধামাচাপা

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতি মায়ের ভূল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবী।
নিহতের খবর পেয়ে গণমাধ্যম কর্মী ২৩ আগষ্ট সন্ধার দিকে আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগন স্টিক সেন্টারে কর্মরত মশিউর রহমানকে ফোন করে নিহ তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হ্যা ওই নিহতের কিডনি ফেইল করছে যার কারনে এই দূর্ঘটনা হয়েছে।আমি আসতেছি এসে সাক্ষাৎ করে কথা বলবো নিউজ করিয়েন না।

আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কতৃপক্ষ ও উক্ত ক্লিনিকের ছোটো ভাই মো: আসাদকে না পেয়ে গণমাধ্যম কর্মী নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে বলেন আমার ক্লিনিকে একটা দূর্ঘটনা ঘটেছে তাই আমি একটু বাহিরে আছি।আর প্রিন্স ভাইকেতো চিনেন উনি সব দায়িত্বে আছে ক্লিনিকের।উনি বাহিরে আছে এসে আপনাদের সাথে কথা বলবে কোনো নিউজ করিয়েন না।কি ভাবে কি হলো সে বিষয়ে তিনি বলেন অপারেশন ভালো হয়েছে কিন্তু ইন্টারনাল মনে হয় ব্লিডিং হইছে।পরে জানতে পারি যে কিডনির সমস্যা ছিলো তখন ধরা পড়েনি। তিনি বলেন এর আগেও অনেক চিকি ৎসা করেছে কিডনির।যে রুগীর কিডনির সমস্যা সেই রুগীর অপারেশন খুবি কম হয়।তারা যদি অপারেশনের আগে বলতো কিডনির সমস্যা তাহলে আমি অপারেশন করতাম না।

ক্লিনিক কতৃপক্ষ ও ক্লিনিকের ছোটো ভাই আসাদের সাথে কথা বলার পর ক্লিনিক কতৃপক্ষ প্রিন্সকে ফোন করে নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকাতে এসেছিলাম এখন ফুড ভিলেজে আছি, দূর্ঘটনাতো দূর্ঘটনাই আমি ভূরুঙ্গামারী যাচ্ছি এসে কথা বলবো।নিহতের স্বজন রা ওই দিনি ২৩ আগষ্ট লাশ নিয়ে বিচারের দাবীতে রাত ২ টা পযন্ত ক্লিনিকের সামনে মিছিল করে স্বজনরা।তবে ক্লি নিকের গেট ভিতর থেকে তালা দেওয়া ছিলো সন্ধা থেকে সকাল পযন্ত।পরে ক্লিনিক কতৃপক্ষের গোপন বৈঠকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি পূরন দিবে বলে মৌখিক আলা প আলোচনা করে পরের দিন লাশ দাফন করে নিহতের স্বজনরা।

নিহতের পরিবারের মাধ্যমে জানাজায়, চলতি মাসের ১৫ আগষ্ট ২০২৩ উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (৪২) এর সহধর্মিণী মোছা: মর্জিনা বেগম (৩৩)।মর্জিনা বেগমের প্রসব ব্যাথা উঠলে উপজেলার আনেয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে উপরোক্ত তারিখে আনুমানিক বেলা ১২ টার দিকে ভর্তি করা হয়।

নিহত মর্জিনা বেগমের স্বামী শফিকুল ইসলামের ভাই আসা দ বাবুর স্ত্রী মোছা: মালা (২৫) নিহতের বিষয়ে বলেন আমার (জা) মর্জিনা বেগম তাকে সিজার রুমে ঢোকানোর ৫-৭ মিনিট পর একটি ফুটফুটে বাচ্চাকে আমাদের কোলে দেয়।আমার ভাবির সিজার করেছেন ডা: আতিকুন্নাহার, আমরা বাচ্চাকে দেখে আনন্দে উৎসাহিত হই।কিন্তু এই আনন্দ যেনো কাল হয়ে দাড়ালো আমাদের পরিবারের জন্য। পরে আমরা জানতে পারি আমার (জা) মর্জিনা বেগমের প্রসাব বন্ধ হয়েগেছে এবং তার আরোও কিছুক্ষণ পর জানতে পারিযে পেটও ফুলে যাচ্ছে আস্তে আস্তে।

পরে সেদিন পার হলেও পরের দিন ১৬ আগষ্ট রুগীর প্রসাব,পায়খানা না হওয়ায় রুগী আরো বেশী খারাপ হলে সেইদিনি রংপুরে নিয়ে যাবে বলে রুগীকে বের করেরংপুর নিয়ে যাওয়ার সময় আমার ভাবির অনেক পেট ফোলা ছিলো।আমার ভাবির কোনো টেস্ট রিপোর্ট না দিয়ে রংপুর পাঠায় দেয় আমাদের।আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিকের কারনে আমার ভাবি (জা) মারা গেছে।আমি এর বিচার চাই ও ক্লিনিকে তালা দেখতে চাই।

নিহত মর্জিনার স্বামী শফিকুল ইসলাম বলেন আমার স্ত্রী যখন আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিকে বেশী অসুস্থ হলো তখন তারা বলে কিডনি সমস্যা ছিলো আমার স্ত্রীর তাই এই অবস্থা হয়েছে রংপুর নিয়ে যেতে হবে।পরে রংপুর যাওয়া র জন্য আমার স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠলে ক্লিনিকের লো কের কাছে আমার স্ত্রীর রিপোর্ট চাইলে তারা বলেন কেনো রিপোর্ট লাগবে না আপনারা চলে যান আমাদের লোক মশিউর যাবে আপনাদের সাথে কোনো সমস্যা হবে না।পরে রংপুর প্রাইম মেডিকেলের সামনে গাড়িতে রেখেই আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক থেকে আশা মশিউর নামে ছেলেটি প্রাইম মেডিকেলে ঢুকে কিছুক্ষণ পরে বের হয়ে এসে বলে ৫০ হাজার টাকা লাগবে। কিন্তুু এতটাকা কই পাবো আমরা। তাই তখনি রংপুর সরকারি মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করি।তিনি আরও বলেন রংপুর সরকারি মেডিকেলের ডাঃ বলেছে যে আপনার স্ত্রীর কিডনি সমস্যা ছিলো কেনো সিজারের রিক্স নিয়েছেন আগেই।

শফিকুলের বোন জামাই মো: আয়নাল হক (৩২) বলেন রুগীর এই ক্লিনিকে কোনো চিকিৎসা হয়নি,রুগীর পায়খান ,পোশসাব বন্ধ হয়ে পেট ফুলেগেছে এই কারনে আমার রুগী মারা গেছে এর বিচার চাই।শফিকুলের ভায়রা মো : রিয়াজুল ইসলাম (৩৩) বলেন আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনি কে ভূল চিকিৎসার কারনে আমাদের রুগী মারা গেছে।

অপারেশন করেছে ডাক্তার মোছা: আতিকুন্নাহার উনি একজন ভূয়া ডাক্তার ওনার বিচার চাই।

নিহত মর্জিনার বড় ভাই মো: লিটন মিয়া (৩৫) বলেন আমার ছোটো বোন অসুস্থ বেশী হলে আনোয়ার জাহাঙ্গীর ক্লিনিকের লোকজন কিছুক্ষণ পর পর ওষুধের কাগজ আমাদের হাতে ধরায় দেয় আমরা ওষুধ নিয়ে আসি।কিন্তুু সেই ওষুধ গুলো ইনজেকশন,সেলাইন,তরল ওষুধ গুলো কোনোটাই ব্যাবহার করেনি আমার বোনকে।প্রায় ৩ হাজা র টাকা ওষুধের মূল্য একটাও ব্যাবহার হয়নি। তিনি আরও বলেন রংপুর নিয়ে গিয়ে আরও ৫০ হাজার টাকা দাবিকরে ক্লিনিকের মশিউর,আর আমার বোনকে রংপুর নিয়ে আসা র সময় কোনো রিপোর্ট দেয়নি ক্লিনিক। আমার বোনকে এই ক্লিনিকের লোকজন মেরে ফেলেছে আমি প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় লোকজনের কাছে আমার দাবি আমার বোনের যেনো সঠিক বিচার পাই।

পরে ২৬ আগষ্ট নিহতের স্বামী শফিকুল ইসলামকে ফোন করে বিষয়টি কিভাবে মিমাংসা হলো সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা মিটছে। ১ লক্ষ দিছে দেওয়ানির কাছে আর বাকী ১ লক্ষ ৫০ হাজা র আগামী মাসের ২২ তারিখে দিবে।টাকা নিয়ে আপোষ মিমাংসার বিষয়ে শফিকুলের ভায় রা রিয়াজুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেনহ্যা মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্লিনিক মালিক দিবে আ লাপ হয়েছে।১ লক্ষ দিয়েছে আর বাকী টাকা আগামী মাসে দিবে।ক্লিনিক কত,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page