রবিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলায়।দু:খ দুর্দশাগ্রস্ত জীবনে এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা কল্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে ২০ মার্চ বিকেল ৩ টায় মির্জা আজম অডিটো রিয়ামে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ সভাপতিত্ব করেন-ইউএনও সেলিম মিয়া। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ার ম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান,এসিল্যান্ড জহুরা আক্তার যুথি,ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী,জেলা প্রেস ক্লাবে র সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা ফজলে এলাহী মাকাম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল,প্রমুখ।