খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কোমলমতি শিশুটির সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় ১০ মার্চ বিকেলের দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগন্জ চৌধুরী বাজার নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।কোমলমতি শিশুটির নাম মাওয়া খাতুন সে উপরোক্ত গ্রামের মজিবর রহমানের মেয়ে।ঘটনার দিন বিকেলে শিশু মাওয়া ও মামাতো বোন সীমা খাতুন ও আরও বেশ কয়েকজনসহ বাড়ির পাশেই পিকনিক খেতে যায়।সেখানে মাওয়া ও সীমা ২ জনের মধ্যে ঝগড়াঝাটি হয় এসময় মাওয়ার মামী,সীমার মা শাহ নাজ বেগম ঘটনা স্থলে এসে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ডিম সিদ্ধের গরম পানি মাওয়ার শরীরে ঢেলে দিলে মাওয়ার বুকসহ শরিরের কিছু অংশ ঝলসে গিয়ে পুরে যায়।শাহনা জ বেগম ওই এলাকার সোলেমান হোসেনের স্ত্রী।ওই ঘটনার পর তাত্ক্ষণিকভাবে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করান মাওয়া খাতুনকে তার পরিবার।
পরে ১৩ মার্চ সোমবার মাওয়ার বাবা মজিবর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে পুলিশ ওই দিন বিকেলেই অভিযুক্ত শাহনাজ বেগমকে আটক করে।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন ঘটনা সত্য। মাওয়ার পরিবার অসহায় হওয়ায় আমি সব চিকিৎসার দায়িত্ব নিয়েছি।আর আটক শাহনাজ বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে ১৪ মার্চ মঙ্গলবার আদালতে পাঠায় দিয়েছি।