সুলতানা রাজিয়া ( সান্ধ্য কবি) দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ: (নির্বাহী সম্পাদক)
তারিখঃ ০৯-০৬-২৪ ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিটি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভা পতি হলেন মো: আব্দুর রাজ্জাক (কাজল) ও সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম।সিটি প্রেস ক্লাব ভূরুঙ্গামারী শাখায় মোট ১৫ জন সাংবাদিক নিয়ে এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।
সভাপতি আব্দুর রাজ্জাক (কাজল) দৈনিক প্রথম খবর,দৈনিক সূর্যোদয়,দৈনিক তালাশ টাইমস্ পত্রিকায় ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাতীয় দৈনিক আজকের দর্পণ,স্বদেশ কন্ঠ প্রতিদিন,দৈনিক মনিং পোস্ট,নববাংলা,জাগ্রত জনতা,আর এম সি নিউজ পত্রিকায় কাজ করে আসছেন।
ক্লাবের অন্যান্য সাংবাদিকরা হলেন মো:সাঈদুর রহমান সহসভা পতি,মো: শফিকুল ইসলাম সহ সভাপতি,মো: মেহেদী হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রাহিজুল ইসলাম কোষাধ্যক্ষ, মো: বাবুল আক্তার সাংগঠনিক সম্পাদক,মোছা: শরিফা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক,মো: শাহীন আলম দপ্তর সম্পাদক, মো: কফিল উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক,মো: রাসেল ত্রাণ বিষয়ক সম্পাদক,মো: রমজানুল হক ধর্ম বিষয়ক সম্পাদক,মো: জাকির হোসেন কার্যকরী সদস্য,মো: নাসির উদ্দীন কার্যকরী সদস্য,মো:শাহীন আলম সদস্য।
নবনির্বাচিত সাংবাদিক মো: রফিকুল ইসলাম বলেন,ভূরুঙ্গামারী উপজেলায় কেউ যেন কোনো প্রকার দুর্নীতি,মাদক ব্যবসা, চোরা চালন,অবৈধ ব্যবসা,নারী নির্যাতন,শিশু ধর্ষণ এধরণের কোনো অপরাধ করতে না পারে,সেই সেই লক্ষ্য নিয়ে ভূরুঙ্গামা রী উপজেলাকে সত্য সুন্দর ন্যায় বিচার ও পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা নগরী গড়ে তুলতে চাই,এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সম্মানের সহিত পালন করতে চাই।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মো: আব্দুর রাজ্জাক (কাজল) নবনির্বাচিত কমিটির সকল সাংবাদিক বৃন্দকে অভিনন্দন ও জেলা সিটি প্রেস ক্লাবের সভাপতি মো: নুর মোহাম্মদ চৌধুরী ভাই ও সাধারণ সম্পাদক মো: আ:হালিম মন্ডল গাজী ভাইসহ জেলা সিটি প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন আমাকে যে দায়িত্ব ও সম্মান দেওয়া হলো আমি যেনো পরিপূর্ণভাবে এই ভালোবাসার দায়িত্ব পালন করতে পারি এবং ক্লাবের সকল সাংবাদিককে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি,সঠিক তথ্য তুলে ধরতে পারি সৎ ও নিষ্ঠার সাথে।পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে নিজের জন্যেও দোয়া চেয়েছেন।