June 23, 2025, 3:22 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিশ্ব যক্ষা দিবস পালি ত হয়েছে।২৪ মার্চ বৃহস্পতিবার ‘বিশ্ব যক্ষ্মা দিবস’।তবে এ বছর পহেলা রমজান ২৪ তারিখ ও সরকারি ছুটিরদিন হও য়ায় একদিন আগেই ২৩ মার্চ বৃহস্পতিবার দিবসটি পালিত হচ্ছে।এই রোগের ক্ষতিকর বিশেষ দিক হলো স্বাস্থ্য,সামা জিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগটি নির্মূলে দিবসটি পালিত হচ্ছে।১৮৮২ সালের ২৪ মার্চ ডা. রবার্ট কক, যক্ষ্মা রোগের জীবাণু মাইক্রোব্যাটেরিয়াম টিউবারকিউলসিস আবিষ্কার করেন। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারের ১০০ বছর পর ১৯৮২ সালের ২৪ মার্চ, জীবাণু আবিষ্কারের দিনটিকে স্মরণীয় করা ও যক্ষ্মা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২৪ মার্চ এই দিনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়।ভূরুঙ্গামারীতে এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য হলো ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’আমরাই পারবো যক্ষা নিমূল করতে।

বিশ্ব যক্ষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ ফাতেমা খাতুন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত),মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়। এই বিশ্ব যক্ষা দিবসের আয়োজন করেন সরকারি স্বাস্থ্য বিভাগ ও আরডিআরএস ভূরুঙ্গামারী।২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে প্রথমে র‍্যালী ও পরে কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিবুল ইসলাম (modc)uhc , ডাঃ তমানুর ইয়াছমিন (mo),এবং ভূরুঙ্গামারী আরডিআরএসের জিনিফা আক্তার,শ্যামল কুমার রায়,শাহিন ইসলাম,পাপ্পু কুমার, ( mtlb) মুক্তাদির আলম ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন যক্ষ্মা রোগে এখনো অনেক মানুষ মারা যায়। বাংলাদেশের জন্য এটি একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। অনেকের কাছে যক্ষ্মা টিবি হিসেবেও পরিচিত এই রোগটি। যক্ষ্মা হলো ব্যাকটেরি য়া দ্বারা সৃষ্ট একটি রোগ। এই রোগটি বেশির ভাগ ফুসফু সে প্রভাবিত করে। টিবি সংক্রামক এবং রোগীর কাশি বা হাঁচির সময় মুখ ও নাক থেকে নির্গত বায়ুর মাধ্যমে অন্য লোকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।এজন্য সচতেন থাক তে হবে সবাইকে এবং যক্ষা রোগের লক্ষন দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে চিকিৎসা নিতে বলেন ও সঠিক সময়ে যক্ষার চিকিৎসা নিলে যক্ষা সম্পূর্ণ ভাবে ভালো হয় এরকমি আলোচনা করেন উপস্থিতি বৃন্দরা।



Our Like Page
Developed by: BD IT HOST