পিরোজপুর জেলা প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার
পিরোজপুরের মঠবাড়িয়া’য় ২৯ মে (তৃতীয় ধাপে) উপজেলা পরিষদ নির্বাচন’কে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এ্যাডঃ বায়জিদ আহম্মেদ খান এর দোয়াত কলম প্রতীকে এসেছে গনজোয়ার।
এ্যাডঃ বাইজিদ আহম্মেদ খান পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের কৃতি সন্তান। পড়াশোনার পাশাপাশি এলাকায় তৃণমূল থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের আদর্শকে বুকে ধারণ করে। পর্যায়ক্রমে তিনি একজন অনরবর্ষি বক্তা ও সফল সংগঠক হিসেবে,ঢাকায় কেন্দ্রীয় রাজনীতিতে জাতীয় নেতৃবৃন্দ সহ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট হয়ে,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদটি দক্ষতার সাথে পালন করে সুনাম অর্জন করেন।
তিনি সুযোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের অধিকাংশ নেতৃবৃন্দদের মনজয় করতে সক্ষম হয়েছেন,রাজনীতির পাশাপাশি জনস্বার্থে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।ইতোমধ্যেই তিনি পিরোজপুর আইনজীবী সমিতির সদস্য পদও লাভ করেছেন।
মঠবড়িয়া’য় গ্রুপিং রাজনীতির কারণে একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় বহু স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের জীবন আগামীর উজ্জল ভবিষ্যৎ অন্ধকারে পতিত হওয়ার পথে।এসব অমানিশা আর হতাশা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলার সকল দল মতের লোক,শুধু প্রতিশ্রুতি নয় এক বাস্তবধর্মী নিরাপদ মঠবাড়িয়া গড়তে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ বাইজিদ আহম্মেদ খান কে দোয়াত কলম মার্কায় ভোট দেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।
জনগণ যার বহিঃপ্রকাশ ঘটিয়েছে ১৪ মে রোজ মঙ্গলবার বিকেল ৪.০০ ঘটিকার সময় শহীদ মোস্তফা খেলার মাঠে,সকল বাধার শৃঙ্খলকে উপেক্ষা করে ২৯ মে সঠিক পাত্রে ভোট প্রধান করে মঠবাড়িয়া উপজেলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তৃতায় মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন,আশরাফুর রহমানের পরিবারটি একমাত্র নিজেদের আখের গোছানো আর তাদের সাথে থাকা অন্যসব নেতাকর্মীদের মাধ্যমে ফায়দা নিয়েই যাচ্ছেন।বিষয়টি অনুধাবন করে ইতিমধ্যেই বহু নেতাকর্মীরা তাদের ত্যাগ করে এ্যাডঃ বায়জিদ আহম্মেদ খানের জনতার মিছিলে শামিল হয়েছেন।
বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন,আমরা যে স্বপ্ন নিয়ে তাদের জনগণের ভোটে নির্বাচিত করেছিলাম মসনদে বশার পর দেখলাম তার অন্য চিত্র,জনগণকে কথা দেয়া নিরাপদ মঠবাড়িয়া দেখলাম তাদের লোকজনের তান্ডবে কিছুদিনের মাথায় মঠবাড়িয়া আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে।যে কারণে বিবেকের তাড়নায় তাদের সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছি,পুনরায় শান্তি ফিরিয়ে আনতে এ্যাডঃ বাইজিদ আহম্মেদ খানকে ২৯ মে ভোট বিপ্লবে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করতে হবে।
এ্যাডঃ বাইজিদ আহম্মেদ খান বলেন,মঠবাড়িয়ার জনগণ একটি পরিবারের কবল থেকে মুক্তি চায়,যার প্রমাণ ১৪ মে শহীদ মোস্তফা খেলার মাঠে উপচে পড়া উপস্থিতি।তাদের একচেটিয়া পরিবার তান্ত্রিক এর কারণে,জনগণ থেকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়,ভোটারদের ভয়-ভীতি দেখানোর দিন শেষ,বুকে সাহস থাকলে আপনাদের সন্ত্রাসী বাহিনীকে গুটিয়ে মানুষের ভালোবাসা যাচাইয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করুন।কিশোর গ্যাংকে বাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে কাজ করার মনোবল আপনাদের কতটুকু আছে,মঠবাড়িয়ার সাধারণ মানুষ শতভাগ অবগত আছেন।
এ্যাডঃ বাইজিদ আহম্মেদ খান জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ’কে জানান আমি শতভাগ আশাবাদী মঠবাড়িয়ার সাধারণ মানুষ যদি ভোট দেয়ার সুষ্ঠ পরিবেশ পায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো,মঠবাড়িয়ার সাধারণ জনগণ আমার সাথে আছে ইনশাআল্লাহ।