মঠবাড়িয়া প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার:
পিরোজপুরের মঠবাড়িয়ায় কে এম লতীফ ইনস্টিটিউশন শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত, মামুন মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বরগুনা ও পাথরঘাটা থেকে খেলার উদ্দেশ্যে আসা খেলোয়ারদের নগদ টাকা সহ বেশ কয়েকটি মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে তিন সামন্বয়কের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার(৩১ অক্টোবর )মঠবাড়িয়া ডাকবাংলোর কেয়ারটেকার নজরুল ইসলামের কাছ থেকে জোর করে ওই রুমের চাবি নেয় ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করা মঠবাড়িয়ার তিনজন ছাত্র। সমন্বয়ক দাবি করা তিনজন ছাত্র হলেন ইসতিয়াক, মঈন ও রিমন পরে তাদেরকে মঠবাড়িয়া থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান সঠিক তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।