– এম কে বড়ুয়া।
মতইন বৌদ্ধ পল্লীর একমাত্র রাস্তা হইয়াছে দখল
জমিজমা রাস্তাঘাট দখল হয় ভূমিদস্যুর গ্রাসে
ক্ষমতার কালো থাবায় নদ নদী হয়ে যায় দখল
মাস্তানকে সামান্য বকরায় ফুটপাত পার্ক দখল হয়
হীন স্বার্থের ত্রাসে দখল হয় সমাজের ন্যায়নীতি
দখলের খেলায় মেতে উঠেছে সমাজ ও পরিবার।
ভূমিদস্যুর গ্রাসে সেনবাগ মতইন বৌদ্ধপল্লীর শৈশব
হইয়াছে দখল১৭ইজানুয়ারি২০২৩ ইং মঙ্গলবার,
বৌদ্ধ পল্লীর মানুষের কি নিদারুন মানবেতর জীবন,
স্কুল গামী ছাত্র-ছাত্রী,বয়োবৃদ্ধ অসুস্থ মানুষের
প্রাত্যহিক ঔষধপত্র ক্রয় হাটবাজার খাদ্য পন্য ক্রয়
আহার,রোগে শোকে ভবিষ্যৎ স্বপ্ন ভেঙ্গে চুরমার
ভূমি দস্যু করিয়াছে চলাচলের রাস্তা দখল
ঘরে বসে থাকা আর নয় সবাই এক সাথে লড়ি
ঐক্যের বাঁধ গড়ি দেবে ধরা হবেই বিজয় পাঁচই ফেব্রুয়ারি পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে সেনবাগ উপজেলা প্রশাসনে বৌদ্ধ পল্লীর অসহায় বৃদ্ধ নারী ,পুরুষ, যুবক-যুবতী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় করেন মানববন্ধন,সেনবাগ উপজেলা চত্বরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ভূমিদস্যুদের দেয় ধিক্কার
মানুষের ধর্ম মানবতায় হীন স্বার্থ ও ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে মানব সভ্যতা,
মহান স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র ছিল মানবতা এই বৌদ্ধ পল্লীতে বসবাস করে একজন বীরমুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে তাহার অবদান বিশ্ব স্বীকৃত
মানবিক প্রশাসনে সারা বিশ্ব ছিল তাকিয়ে সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার মানবিক হস্তক্ষেপে ও তাহার দিক নির্দেশনায় তাৎক্ষণিক চলাচলের প্রতিবন্ধকতা করে অপসারন প্রশাসন হীন স্বার্থের কাছে করেনি মাথা নত,বৌদ্ধপল্লী সুর ক্ষায় প্রশাসন করিয়াছে অমূল্য দৃষ্টান্তভালবাসায় উচ্ছ্বসিত দিকে দিকে ছড়িয়ে পড়ে সেনবাগ উপ জেলা প্রশাসনের মানবতার জয়গান বৃদ্ধ নর নারী প্রাণ ভরে করেন দোয়া,আশীর্বাদ
প্রশাসনকে বিশ্ব সম্প্রদায় সাদরে জানায় সাধুবাদ।
কবি ও লেখক
সম্মানিত উপদেষ্টা,
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০