December 7, 2024, 10:23 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আব্দুল কাদের জিলানী হত্যা মামলার ০২ আসামী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – গত ০৬/০৪/২০২৪ ইং তারিখ জমিজমা নিয়া পূর্ব বিরোধের জের ধরে মামলার এজাহার নামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীরা মামলার ঘটনাস্থল ত্রিশাল থানাধীন খাগাটি সাকিনস্থ ঈদগাহ বাজারে মোড়ে পূর্ব পাশে মামলার ভিকটিম পৌছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থেকে এজাহার নামীয় সকল আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা মামলার ভিকটিম আব্দুল কাদের জিলানীকে পেয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার আব্দুল কাদের জিলানীকে মৃত ঘোষনা করেন।

এই সংক্রান্তে মৃতঃ আব্দুল কাদের জিলানীর স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে ত্রিশাল মামলা নং-১২, তারিখ- ০৭/ ০৪/ ২০২৪ ইং ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি রুজু হওয়ার পুলিশ সুপার, ময়মনসিংহ মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ ন্যাস্ত করেন। পুলিশ সুপার,ময়মনসিংহ মামলাটি ডিবিতে ন্যাস্ত করার পর মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ মামলাটি তদন্তের জন্য এসআই পরিমল চন্দ্র সরকার পিপিএমকে তদন্তের জন্য নির্দেশ করেন।মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পরিমল চ্দ্র সরকার সরকার অভিযান পরিচালনা করে ইং ১৫/ ০৪/ ২০২৪ তারিখ রাত ১২ টায় ত্রিশাল বালিপাড়া বাজার এলাকা হতে আসামী মোঃ হারুন অর রশিদ (৩৪), পিতা-আব্দুল হাই, মাতা-ছালেহা খাতুন,মোঃ আনোয়ার হোসেন (২৫),পিতা-মোঃ আঃ রশিদ, মাতা-হামিদা খাতুন, উভয় সাং-মোক্ষপুর জামতলী,থানা-ত্রিশাল,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ অদ্য ১৬/০৪/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।



Our Like Page