November 19, 2025, 7:20 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে এলজিইডি”র রাস্তা নির্মাণে অনিয়ম || দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগের বিষয়ে (২ টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস,বিয়ানীবাজার,সিলেট -এরক র্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশো ধন বাবদ ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক,সমন্বিত জেলা কার্যালয়,সিলেট হতে ৩ এপ্রিল ২ ০২৪ খ্রি.একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকরা হয়। টিম প্রথমে ছদ্মবেশে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে নির্বাচন অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়।

অভিযানকালে অভিযোগের বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসারের নিকট হতে তথ্যাবলি ওরেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অপর এক অভিযানে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুরইউনি য়নে রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশব্য বহার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,সমন্বিত জে লা কার্যালয়,ময়মনসিংহ হতে একটি এনফোর্সমেন্ট অ ভিযান পরিচালনা করা হয়সরেজমিনে একজন নিরপে ক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগস্থল পরিদর্শন ও প্রকল্পের কাজ পরিমাপ করা হয়।

অতঃপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,নান্দাইল ময়মনসিংহ হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপ ত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবরবি স্তারিত প্রতিবেদন দাখিল করবে।দুদক সুত্রে জানা যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদক সারাদেশেঅভিযোগ এর প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের তত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জানা যায়,ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি উপজে লায় গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযো গ উঠেছে।স্হানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌ শলী দের উন্নয়ন কাজে কমিশন নেওয়ার কারনে ঠিকা দারি প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কাজ করতেপারছে ন না।



Our Like Page
Developed by: BD IT HOST