প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগের বিষয়ে (২ টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস,বিয়ানীবাজার,সিলেট -এরক র্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশো ধন বাবদ ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক,সমন্বিত জেলা কার্যালয়,সিলেট হতে ৩ এপ্রিল ২ ০২৪ খ্রি.একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকরা হয়। টিম প্রথমে ছদ্মবেশে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে নির্বাচন অফিসে সেবা নিতে আগত সেবাপ্রার্থীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়।
অভিযানকালে অভিযোগের বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসারের নিকট হতে তথ্যাবলি ওরেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অপর এক অভিযানে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুরইউনি য়নে রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশব্য বহার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,সমন্বিত জে লা কার্যালয়,ময়মনসিংহ হতে একটি এনফোর্সমেন্ট অ ভিযান পরিচালনা করা হয়সরেজমিনে একজন নিরপে ক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগস্থল পরিদর্শন ও প্রকল্পের কাজ পরিমাপ করা হয়।
অতঃপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,নান্দাইল ময়মনসিংহ হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপ ত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবরবি স্তারিত প্রতিবেদন দাখিল করবে।দুদক সুত্রে জানা যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদক সারাদেশেঅভিযোগ এর প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের তত্বাবধানে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
জানা যায়,ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি উপজে লায় গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযো গ উঠেছে।স্হানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌ শলী দের উন্নয়ন কাজে কমিশন নেওয়ার কারনে ঠিকা দারি প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কাজ করতেপারছে ন না।