জয়নাল আবেদীন : ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি র সদস্য এডভোকেট আশিকুর রহমানকে অতিরিক্ত ডিআইজি এনামুল কবির গতকাল ১৪ জুন দুপুরে তাকে লোহার রড দিয়ে বেধরক প্রহার করে এবং চরথাপ্পর মারে তার নিজ অফিস কক্ষে।এতে সে অসুস্হ্য হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দকে জানান।
এ বিষয়ে জেলা আইনজীবি সমিতির আয়োজনে ১৫ জুন দুপুরে সাংবাদিক সন্মেলন করা হয়েছে।জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন বাবুল সাংবাদি কদের সাথে বক্তব্য প্রদান করেন।আইনজীবিকে মারধরে র ঘটনায় এক জরুরী সভা শেষে সকলের ঐক্যমতের ভিক্তিতে অতিরিক্ত ডিআইজির এনামুল কবিরের বরখাস্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনজীবি সমিতিকে জানানোর জন্য আহবান জানানো হয়।
এ সময় সিনিয়র আইনজীবি এড. খালেকুজ্জামান,পিযুস কান্তি,বিকাশ সরকার,এমদাদুল হক মিল্লাত,নজরুল ইসলা ম চুন্নু,শিব্বির আহমেদ লিটন সহ আইনজীবি সমিতির ১৩শত সদস্য উপস্হিত ছিলেন।