স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
জামিনে মুক্ত এক ভুক্তভোগী আসামি জানান, কারাগারে নতুন আসামিদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। সময়মতো খাবার দেওয়া হয় না, এবং ভালো জায়গায় ঘুমাতে চাইলে ‘ওয়ার্ডের মেড’ এর নির্দেশে নোংরা জায়গায় থাকতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী আরও জানান, ভালো জায়গায় ঘুমাতে ওভালো খাবার পেতে হলে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। টাকা দিলে কিছু সুবিধা দেওয়া হলেও,না দিলে শারীরিক ও মান সিকভাবে নির্যাতনের শিকার হতে হয়।
কারাগারের ভেতরে এ ধরনের অনিয়ম,দুর্নীতি ওনির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। বন্দিদের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিডিউল মোতাবেক খাবার না দিয়ে নিম্ন মানের খাবার দেওয়া হয় বন্দীদের মাঝে।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।