স্টাফ রিপোর্টার – পুর্ব শক্রতার জের ধরে ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের প্রভাবশালী মোঃ রাজ্জাক, মোঃ রফিক, মোঃ আশিক গং গত ১৩ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টায় দিকে সালিশ বৈঠকের কথা বলে ডেকে নিয়ে একই গ্রামের মোঃ হায়দার ( ২৭) তার পিতা খোরশেদ আলী ( ৬০) বোন মোঃ প্রিয়া (২৩) ও স্ত্রী মোছা: শূকতারাকে বেদম প্রহার ও মারধর করে আহত করেছে। মাথার প্রচন্ড আঘাতে গুরুতর আহত হৃদয়কে মচিম হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়।
এই ঘটনায় ভিকটিম মোঃ হৃদয় ওই দিনেই সন্ধ্যায় বিস্তারিত উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিহ্নিত ৫ জন ও অঞ্জাত ৭ জনকে বিবাদী করে।
অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরেজ মিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য থানার এএসআই আবুল হাসান কে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে এএসআই হাসান ঘটনাস্থ ল পরিদর্শন করে সত্যতা পান। পরে গত ১৬ অক্টোবর বুধবার তিনি পুনরায় তদন্তে যান কিন্তু এ পর্যন্ত ৫ দিনেও অভিযোগের বিষয়ে থানায় মামলা রুজু হয়নি।
পুলিশের রহস্যজনক নমনীয়তায় অভিযুক্তরা ভিকটিম হৃদয় এর পরিবারকে হুমকি দিচ্ছে মামলা তোলে নিতে। এএসআই আবুল হাসান ভিকটিমের পরিবারকে পরামর্শ দিচ্ছেন অভিযুক্ত দের সংঙ্গে মীমাংসা হয়ে যেতে।এই অবস্থায় আহত পরিবার অসহায় অবস্থায় পড়েছেন বলে হৃদয় জানান।