মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ক সার্কেলের অভিযান ও মোবাইল কোর্ট
Reporter Name
Update Time :
মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
/
170 Time View
/
Share
প্রথম বাংলা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ক সার্কেলের পরিদর্শক মোঃ কবিরুল হাসান এর নেতৃত্বে ১২ /৬/২০২৩ খ্রিঃ তারিখে ফুলবাড়ীয়া থানাধীন উজান পাড়া গ্রামে ময়মনসিংহ ক সার্কেলের চৌকশ টীম অভিযান পরি চালনা করে আসামী রতন আহম্মেদ(২২)কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোঃ কবিরুল হাসান বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি নিয়মিত মামলার দায়ের করেন ।
উপর আরেকটি মোবাইল কোট অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করে মোবাইল কোর্টে র বিজ্ঞ ফুলবাড়ীয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাহিদুল করিম স্যার ঘটনাস্থলে আসামিকে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।