প্রথম বাংলা – মেডিকেল কলেজে ভর্তি ও পুলিশ কনস্টবলসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলো ভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।গ্রেফতারকৃতের নাম- এস. এম আনিচ। এসময় তার হেফাজত থেকে চাকরি প্রার্থীদের স্বাক্ষ রিত ট্রাস্ট ব্যাংক,এক্সিম ব্যাংক,সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক,বাংলাদেশ কমার্স ব্যাংক ও এবি ব্যাংকের চেক,বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি প্রার্থী দের ০৩টি প্রবেশপত্র,বাংলাদেশ পুলিশ কনস্টবল পদে ভর্তির ০৩টি প্রবেশপত্র,১০০ টাকা মূল্যমা নের ১০টি ও ৫০ টাকা মূল্যমানের ০৪টি স্বাক্ষরিত খালি স্ট্যাম্প উদ্ধারমূলে জব্দ করা হয়।শুক্রবার (১০ মার্চ ২০২৩) তেজগাঁও থানার মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-লালবাগ বিভা গের কোতয়ালী জোনাল টিম।
শুক্রবার বিকেলে ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)। ‘মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার আগে যেকোনো প্রতারণা এড়াতে কাজ করে থাকে ঢাকা মেট্রোপলি টন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও সাইবার বিভাগ । ফলশ্রুতিতে আমরা একজন প্রতারকের সন্ধান পাই যার নাম এস. এম আনিচ। সে মেডিকেল কলেজে ভর্তি,বাংলাদেশ পুলিশের কনস্টবল পদে ভর্তিসহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো”।
তিনি আরো বলেন‘‘আনিচ একসময় জুট মিলে চাক রি করতো। এক পর্যায়ে সে ৩৫০০ টাকা দিয়ে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নেয়। এ লাইসেন্সের ক্ষমতাবলে সে বাংলাদেশের ভেতরে ও বাইরে বিশে ষ করে সার্কভুক্ত দেশে মেডিকেল কলেজে আসন সংগ্রহ সাপেক্ষে ভর্তি করতে পারতো বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করতো। তাকে এ কাজে যারা সহযোগিতা করতো তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে”গ্রেফতারকৃতের ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে।