জেলা প্রতিনিধি – অদ্য ৭ই মার্চ জেলা প্রশাসন, রংপুর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩খ্রিঃ উপলক্ষে পাবলিক লাইব্রেরি (টাউন হল) রংপুরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম,বিভাগীয় কমিশনার, রংপুর মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ,রংপুর মহোদয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন জনাব নূরেআলম মিনা বিপিএম (বার),পিপি এম,পুলিশ কমিশনার,রংপুর মেট্রোপলিটন পুলি শ,রংপুর মহোদয়;জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী,পুলিশ সুপার,রংপুর;বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু,চেয়ারম্যা ন জেলা পারিষদ,রংপুর;রংপুর জেলা ইউনিট কমান্ড মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।ড. চিত্রলেখা নাজনীন,জেলা প্রশাসক, রংপুর মহোয়ের সভাপতিত্বে উপস্থিত অতিথিগণ বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ ই মার্চ ১৯৭১ সালে রেসকো র্স ময়দানে লক্ষ লক্ষ মুক্তিকামী বাঙ্গালীর সম্মুখে পাকিস্হানী বন্দুকে র নিশানার মুখে হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙ্গার যে অভূতপূর্ব বিধ্বংসী ভাষন দিয়ে ছিলেন সেটাই ছিলো স্বপ্নের স্বাধীন বাংলাদেশে র জন্মযন্ত্রনার শুরু..অবশেষে রক্তাক্ত ৯ মাস পর ৩০ লক্ষ মানুষের মৃত্যুযন্ত্রণার ভেতর থেকে ভুমি ষ্ঠ হয় স্বাধীনতা..তাই আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হয়ে মাথা উুঁচু করে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে ভেতো বাঙ্গালীর চীরন্তন গৌরবের ৭ ই মার্চ।
ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ ( এফ.আর.এস.বি ) এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং গৌরবের সাথে ঐতিহাসিক ৭ ই মার্চকে স্মরণ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।