February 10, 2025, 9:45 am
শিরোনামঃ
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অবৈধ সরকারের ঈমানদার যৌথবাহিনী ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ব্রেকিং নিউজ: ডাক্তার পিনাকী ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস গভীর রাত্রে অনেক আওয়ামীলীগের বাড়ির ঘর লুটপাট ও পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে ফতেহপুর বাজারের ব্যবসায়ী বেলাল মেম্বার এর দশ লক্ষ টাকার মালামাল লুট ও দোকান ঘর দখল ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ঠাকুরগাঁওয়ে শিশু উর্ধ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজশাহীবাসী। রবিবার (২৯ অক্টোবর) রাতে দুটি পৃথক ঘটনায় দুজন চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা । এদের মধ্যে একজন চেম্বার শেষে বাড়ি ফেরার পথে এবং অন্য জনকে তার নিজস্ব চেম্বার থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত এ দুই চিকিৎসক হলেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ এবং কৃষ্টগঞ্জ এলাকার পল্লীচিকিৎসক এরশাদ আলী দুলাল।

সূত্রমতে জানা গেছে, রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকে ল কলেজে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখ তেন ডা. কাজেম আলী আহমেদ। প্রতিদিনের মতো রবি বার রাত পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে উপশহরের বাড়ি ফিরছিলেন। এ সময় বর্ণালীর মোড় সংলগ্ন কলাবাগান এলাকার নির্জন সড়কে তার মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থা য় মারা যান। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানাতে বা উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে একই দিন সন্ধ্যায় রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার পারিলা ইউনিয়নের কৃষ্টগঞ্জ বাজারের পল্লীচি কিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার চেম্বার থেকে মাইক্রোতে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী।রাত পৌনে ৮টার দিকে নগরীর সিটি হাট এলাকার একটি নির্জন রাস্তার ওপর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, তার চাচার সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলালকে হত্যা করা হতে পারে।

এদিকে অল্প সময়ের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া চলমান আছে। হত্যাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।’



Our Like Page
Developed by: BD IT HOST