June 22, 2025, 3:30 pm
শিরোনামঃ
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয় হত্যা মামলায় কারাগারে সাবেক অতিরিক্ত আইজি ইকবাল বাহার গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার : আটক ২ দুদকের জালে ময়মনসিংহের শতাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বঙ্গবন্ধুর আদর্শে;মুক্তিযুদ্ধের চেতনায় জয়যাত্রার বর্ণাঢ্য ও বিজয় মিছিল

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী নগরীতে রাজনৈতিক দার্শনিক শেখ হাসি নার নেতৃত্ব বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযোদ্ধা চেতনায় জাতির জনকের জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী নগরীতে জয়যাত্রার বর্ণাঢ্য ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় গণকপাড়া জয়বাংলা চত্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও বিজয় মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‍্যালি পূর্ব সমাবেশে আসাদুজ্জামান আসাদ বলেন,বিএনপির ১০ দফা সংবিধান,আইন, আদাল তের কবর দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জঙ্গি সরকার আনা এবং সর্বোচ্চ আদালত কর্তৃক যুদ্ধা পরাধ, জঙ্গীবাদী সন্ত্রাস, দূর্নীতি অপরাধে সাজা প্রাপ্তদের পক্ষাবলম্বনের কালো দলিল।তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করলো যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জঙ্গি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ,জঙ্গীবাদী সন্ত্রাস ও দূর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গীবাদী সন্ত্রাসী, দূর্নীতিবাজদের মুক্ত করা।

বিএনপি সংবিধান,আইন,আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না। তিনি আরও বলেন,দেশে সাজা প্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম,ওলেমা,ইসলামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নাই। যুদ্ধাপরাধ ও জঙ্গীবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম,ওলামা,ইসালামি চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নয়।

তারা ধর্মের অপব্যবকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,কর্মী। কোনো যুদ্ধাপরাধী,জঙ্গীবাদী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখা বা অপব্যা খ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপাধী হয়ে যায় না। দেশের কেউই আইন আদালতে উর্ধে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভি ত্তিক রাজনৈতিক নেতাও আইন আদালতে উর্ধে না।দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচা রবিভাগকে সম্পৃক্ত করে পুরাতন ধাচের তত্তাব ধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই।

তারপরও পুরাতন ধাচের তত্ত্ববধায়ক সরকার ব্যব স্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠি তব্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করিতে সংঘাত -সংঘর্ষের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে জলঘোলা করার পথে যাবারই ইংগিত দিয়েছে।বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকা বেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য দেশপ্রেমিক,গণতান্ত্রি ক,অসাম্প্রদায়িক,প্রগতিশীল,শুভবুদ্ধিসম্পন্ন সকল ব্যক্তি,মহল,গোষ্ঠী ও শক্তির প্রতি আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন শফিকুজ্জামান জয় বাংলা পরিষদ জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ এবং সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু ,জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুল জামান, তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ আল-মামুন সহ মহানগর যুবলীগ ৩নং ওয়ার্ড মোঃ নয়ন আক্তার সাংগঠনিক সম্পাদক আরও ছিলেন জয় বাংলা পরিষদের সভাপতি মোঃ ইমাম হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আর উপস্থিত ছিলেন জয় বাংলা পরিষদ বাবুসহ সহযোগী সংগঠনের কর্মীরা।



Our Like Page
Developed by: BD IT HOST