সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত।
ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ
সৌদি আরবের রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে বাংলাদেশের ৫২ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপ করা হয়েছে।এছাড়াও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক ফোরামের ২০২৩/২০২৪ইং সালের সালের নতুন কমিটির অভিষেক ও এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২০। রিয়াদের স্থানীয় ১৮ নম্বর এক্সিট আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়ো জন করা হয়।বরাবরের মতোই এ আয়োজনে স্পনসর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের ডিএমসি গুরুপের সানসিটি মেডিকেল সেন্টার, মোরব্বা নূরা রেষ্টুরেন্ট,বাক লারান ইউনিফরম।অনুষ্ঠানের শুরুতে সভাপতিত্ব করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের নবনির্বাচিত সভাপতি নাছরিন আক্তার রিনা।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সহ :সাংগঠনিক সমপাদক সালমিন হাসান সিনথিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের ডিএমসি গুরু পের এমডি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন বিশিষট ব্যবসায়ী তালুকদার হারুনুর রশিদ,এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রকৌশলী মজনুর রহমান,সাধারণ সমপাদক শেখ মো;বাদল,সাংগঠনিক সমপাদক ব্যাবসায়ী আলী আহছান কিরন,মুখপাএ নুরুল আমিন নুরু,রিয়াদের মোরব্বা নুরা রেষ্টুরেন্ট এর এমডি সাকিবুল ইসলাম,এনটি ভি দর্শক ফোরামের সিনিয়র সহ:সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুবনেতা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সাবেক সভাপতি আলপনা ইয়াসমিন পলি, সাংগঠনিক সমপাদক,শিউলী সোলাইমান,উপদেষ্টা অধ্যাপিকা সুমাইয়া ইসলাম শাম্মী প্রমুখ।
আনন্দ ঘন বিশাল এ আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। ওবিএ কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কলতান সংগীত একাডেমির পরিচালক মমতাজুল আলম তাজ ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পী রোজানা বাদল। এতে ওয়াফা,সারা,নুহা,সুষুমার নাচ, গান, কবিতায় প্রাণবন্ত আয়োজন উপভোগ করেন প্রবাসীরা। এ ছাড়া গণসংগীত ও দেশাত্মবোধক গান-পরিবেশন করেন জাবেদ, ইউসুফ, ইমরান,মনির মোল্লা প্রমুখ প্রবাসের জন প্রিয় সব শিল্পী।অনুষঠানে মঞ্চায়ন হয় নাটক কাজলা দিদি যা দর্শক বিচারে ব্যাপক প্রশংসীত হয়।শেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পীদের উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে ছিলো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বাংলাদেশের জাতীয় পতাকা,এনটিভির পতাকা ও এনটিভি লোগোযুক্ত বাহারি সাজে লাল সবুজ বেলুন দিয়ে সাজা নো হয়েছিল পুরো মঞ্চ,অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদে শে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ,গান,নাটক সহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন প্রবাসের বিশিষ্ট জনরা অনুষ্ঠানে এনটিভি সাংস্কৃতিক ফোরাম এর পক্ষ থেকে বিশিষ্ট জনদের বিশেষ সন্মাননা দেওয়া হয়।আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।