লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
একদিনের সফরে রবিবার কুড়িগ্রামের রৌমারী এবং রাজিবপুরে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফা জ্জল হোসেন মিয়া। তিনি সাড়ে ১১টায় রৌমারী শহীদ মিনারে উপস্থিত হন। এ সময় মুখ্য সচিবের সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরি চালক (প্রশাসন) কিবরিয়া সিদ্দিকী,প্রকল্প পরিচাল ক আশ্রয়ণ-২ আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, মুখ্য সচিবের একান্ত সচিব কায়সারুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
তিনি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজ ড়িত রৌমারী মুক্তাঞ্চলের মুক্তিযোদ্ধাদের কাঠের রাইফেল,মুক্তিযুদ্ধের স্মৃতি সংকলিত বিভিন্ন বই সম্মিলিত স্টল ঘুরে দেখেন এবং রৌমারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,বাংলাদেশের প্রথম ঐতিহা সিক ডাকঘর পরিদর্শন করেন।
পরে রৌমারী-রাজিপুরের সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে রৌমারী ডাকবাং লায় রৌমারী-রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসা র, রৌমারী-রাজিবপুর উপজেলা চেয়ারম্যান,বাংলা দেশ আওয়ামী লীগের রৌমারী-রাজিবপুরের সভাপ তি/সাধারণ সম্পাদক কে নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় রৌমারীকে জেলা ও মুক্তাঞ্চল ঘোষণা,ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ নির্মাণ,মুক্তিযু দ্ধের স্মৃতি সৌধ নির্মাণ,ব্রহ্মপুত্র নদ ড্রেসিং,একটি স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন ইত্যাদি স্থান পায়।
তৎসঙ্গে রৌমারীর বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপি দেন।মতবিনিময় শেষে তিনি রৌমারী তুরা রোডের এল সি পয়েন্ট পরিদর্শন করে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন।