June 23, 2025, 4:06 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে প্রতারক নিজাম হুজুরের খপ্পরে পড়ে নিঃস্ব হলেন মোহাম্মদ হারুনুর রশিদ ও তার পরিবার

Reporter Name

 স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর সদর ১৭  নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরমোনসা গ্রামের বাসিন্দা মোঃ হারুনুর রশিদ ২০১১ সালে ১২ (ডিং) সম্পত্তি ক্রয় করে। নিজাম হুজুর ওই সম্পত্তি হারুনকে বুঝিয়ে দেয়, নিজাম হুজুর তাহার মালকীয় দখলীয় চর মনসা মৌজার ৫২০৪ দাগে এ জমি  বুঝিয়ে দেয়।
উক্ত জমির মুল্য ১,৫০,০০০/ হাজার টাকা গ্রহন করিয়া ২২/৫/২০১১ইং তারিখে ৫৭০০ নং সাফ কবলা দলিল মূলে ফরিয়াদি খরিদ সূত্রে ও নাম জারি জামা খারিজ সূত্রে দখল কার হয়।
নিজাম হুজুরের আরো কিছু টাকার প্রয়োজন হইলে পূর্বের বিক্রয়কৃত ১২ ডিসিম ভুমির পূর্ব পাশে ৫২০৪ দাগে  আর ও ২ (ডিং)  জমি বিক্রি করার প্রস্তাব করিলে বিগত ১৫-১১-২০২৩ তারিখে আলোচনাও সিদ্ধান্তক্রমে নগদ ৬০ হাজার টাকা সরিয়ে দি হইতে ১ নং ব্যক্তি মোহাম্মদ হারুন-অর-রশিদ টাকার মাধ্যমে গ্রহণ করেন। রেজিস্টি কবলা দিবে বলিয়া করিয়ে দিতে ২ ডিসিম জমি অদ্যবধি পর্যন্ত রেজিস্টি করিয়া না দিয়া প্রতারণা করিয়া আসিতেছে।
এবং বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি করে যাচ্ছে, এ নিয়ে মোহাম্মদ হারুনুর রশিদের সাথে নিজাম হুজুরের সাথে কথা কাটাকাটি হয়।
এতে নিজাম হুজুর ক্ষিপ্ত  হয়ে হারুনুর রশিদকে প্রাণে হত্যার হুমকি দেয় উক্ত বিষয়ে হারুন  এলাকার গুণ্য  মান্য ব্যক্তিকে জানায়। এতে নিজাম হুজুর  ক্ষিপ্ত হয়ে হারুনকে ও তার পরিবারকে লাঠি সোটা দা বটি দিয়ে কুপিয়ে  মারাত্মক   যখন করে।
তার পরে ও থেমে নেই নিজাম হুজুরের অত্যাচার।
যাতায়াতের জন্য যে ২ ডিসিম সম্পত্তি হারুন ক্রয় করে তা না দিয়ে উল্টো সামান্য চলার পথটুকুও বন্ধ করে দেয় নিজাম হুজুর। উক্ত বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম বলেন। হারুনুর রশিদ নিজাম হুজুরের থেকে যে ১২ ডিসিম সম্পত্তি ক্রয় করে তা সঠিক দাগেবুঝিয়ে না দিয়ে।পথের জায়গা না দিয়ে উল্টো হারুনের নামে কোটে মামলা করে, এ নিয়ে আমরা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে কয়েকবার সালিশে বসি কিন্তু নিজাম হুজুর একেকবার এক এক রকম অজুহাত দেখিয়ে ফাঁস কাটিয়ে যাচ্ছে। সে কার কোন কথা শুনে না।বর্তমানে নিজাম হুজুর হারুন এর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
অন্য দিকে মমিন উল্লাহ মেস্তুরী বলেন। এ নিয়ে বেশ কয়েক বার হারুন এর সাথে নিজাম হুজুরের কয়েক দফা সালিশ হয় তাতে কোন লাভ হয়নি। উল্টো নিজাম হুজুর তার দলবল নিয়ে মোহাম্মদ হারুনুর রশিদ এর পরিবারের উপর লাঠি সোটা নিয়ে হামলা ও মারধর করে।
আমরা সবাই আশা করি

প্রশাসন বিষয়টি সু নজরে দেখবেন।

ভুক্তভোগী হারুনুর রশিদ বলেন আমি প্রশাসনের নিকট ন্যায় বিচার এর দাবী জানাই।



Our Like Page
Developed by: BD IT HOST