নূর মোহাম্মদঃ আবারো লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে অবৈধ অস্রের ঝনঝনানি।শনিবার দিবাগত রাত ২:৩০ টায় চন্দ্রগঞ্জের পাঁচপাড়ায় গুলি করে ৪ ছাত্রলীগ নেতাকে গুরুতর আহত করা হয়।এর প্রতিবাদে শনিবার ভোর ৫:৩০ টায় চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগে সহ-সভাপতি ছাবির আহমেদের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনি য়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন,সা ধারণ সম্পাদক কাজী সোলায়মান,চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন,যুগ্ম-আহবায়কআব্দু র রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধা রণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন,পূর্বপরি কল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকেসদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে ছাত্রলীগ কর্মী এম সজীব,সাইফুল পাটওয়ারী,রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর হাম লা চালানো হয়। এসময় তাদের ওপর গুলি করা হয়ে ছে বলে অভিযোগ রয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় সজীব, সাইফুল ও রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপর আহত জয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।