নর মোহাম্মদ : ১০ দফা দাবীতে লক্ষ্মীপুরে বিএন পির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদ র উপজেলার ১৯নং তেওয়ারিগঞ্জ ইউনিয়ন বিএন পি’র আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
এ পদযাত্রায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএন পি’র সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন,সিনিয় র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ এমরান,ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম নুরু,সাধারণ সম্পাদক গিয়াস মিয়া,জেলা কৃষকদলের সহ-সভা পতি হাসান আহমেদ ফয়সাল,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জিদান চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় তারা বলেন,বিএনপি চেয়ারপার্সন দেশনে ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি ,ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর,চাল, ডাল,তেল,গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূ ল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে।