নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৭ নং বশি কপুরের,ইমামগঞ্জ ( নাগের হাট) দারুল হাবীব মুজা দ্দেদীয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহ ফিল,হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান,ও ক্বেরাত প্রতি যোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হি সাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী,হযরত মাওলানা মাহবুল্লাহ জামালী,হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ হাবীবি, হযরত মাওলানা জামিলুর রহমান,হযরত মাওলানা হযরত মাওলানা সাইয়েদ সাখজারী সাবের হোসাইনী, হযরত মাওলানা ছানা উল্লাহ সাহেব, আলহাজ্ব হফেজ মোঃ আবুল কাশেম সাহেব, হাফেজ মাও মোঃ রাশেদসসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায় পুর পৌর আওয়ামীলীগের সভাপতি সূফী কাজী জাম শেদ কবির বাক্বী বিল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থি ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম,সূফী মোঃ নুরুল আমিন,জাফর ইমাম চঞ্চল,
সভায় সভাপতিত্ব করেন ঢাকার বাংলা মোটরের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার পরিচালনা কমিটিরসভাপতি হাজ্বী দেলোয়ার হোসেন।