June 22, 2025, 2:06 pm
শিরোনামঃ
৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয় হত্যা মামলায় কারাগারে সাবেক অতিরিক্ত আইজি ইকবাল বাহার গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার : আটক ২ দুদকের জালে ময়মনসিংহের শতাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী ত্রিশালে মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেফতার করলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: ড. ইউনূস অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা গ্রেফতার নিরাপদ খাদ্য উৎপাদন জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেল্লাল হোসেন,আরও বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মৎস্য সম্পদ এবং প্রাণিসম্পদ সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন সচিবগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুরের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST