January 20, 2025, 1:06 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার সময় আহত মনি মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শ্যালাচাপড়ি খাঁপাড়া গ্রামে। নিহত মনি মোল্লা ওই গ্রামের মৃত সুখিয়া মোল্লার ছেলে। ঘটনার পরে তার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত শুক্রবার রাতে স্থানীয় একটি দোকানের সামনে মনি মোল্লা, আল্লেক মোল্লা (৪৮), জাফর (৩৫), ইয়াসিন সরকার (৩০) ও জাহিদুল সরকারসহ পাঁচজন বসে কথা বলছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে শ্যালাচাপড়ি মধ্যপাড়া গ্রামের আশরাফ, জহুরুল, মাসুদ, সোহেল, কালু, রফিক, শাহাদত, সাইফুল, মনসুর, বিকুম, বাবু ও সবুজসহ ১৮-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

হামলায় মনি মোল্লার মাথায় আঘাত লাগে, যা তার ঘাড়ে লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাকিদের কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মনি মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

অভিযুক্তদের স্বজনেরা দাবি করেন, পূর্ব বিরোধের কারণে একটি মারামারির ঘটনা ঘটেছে ঠিক, তবে নিহত মনি মোল্লা ঘটনাস্থলে ছিলেন না। তাদের মতে, বৃদ্ধ মনি মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে তাদের গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী জানান, জিডির ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST