সরজমিনে গিয়ে দেখা যায় ভোটারদের স্বরপ উপস্থি তিতে লাইনে দাঁড়িয়ে পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করছে,এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বা ত্মক সহযোগি তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করতে দেখা যায়,এ সময় উপস্থি ত ছিলেন শাহজাদপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ নজ রুল ইসলাম মৃধা এবং উপ পরিদর্শক জাহাঙ্গীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
উক্ত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলে ন শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার মোঃ মোখ লেছুর রহমান, এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ি ত্বে ছিলেন মোঃ খলিলুর রহমান,শাহজাদপুরউপজেলা পল্লী সমবায় ব্যাংক।
নির্বাচনে দ্বায়িক্তে থাকা রিটার্নিং অফিসার মোঃ মোখ লে ছুর রহমান প্রতিবেদক কে জানান সকাল ৮টা থে কে ভোট গ্ৰহন শুরু হয় এবং কোন বিরতি ছাড়াবিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্ৰহন চলে। উক্ত নির্বাচনে ৯ টি পদে র বিপরীতে মো ট ১৭ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন, এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ১৩৩ জন।সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করেছেন কোন রকম অপ্রীতি কর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।