সবুজ হোসেন রাজা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ,
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দানবীর হাজী মুহাম্ম দ মহসিন স্মৃতি সম্মাননা”২০২৩”পাওয়ায় সাংবাদিক রাজি ব আহমেদ রাসেলকে সংবর্ধনা প্রদান করেছে।শাহজাদপুর পাইলট”২০০২”ফ্রেন্ডস এসোসিয়েশন।তিনি দৈনিক দেশে র কন্ঠ ও সময়ের কন্ঠস্বর পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি,শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি,এবং জনপ্রিয় প্রত্যাশা নিউজ,এর পরিচালক।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ সুরে প্রতিরোধ করার কারণে আজ এই সংবর্ধনা জানিয়েছিলেন,এই সংবর্ধনার মাধ্যমে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করার মাধ্যমে সকলকে আহ্বান জানাবো দুর্নীতির সন্ত্রাসী, চাঁদাবাজি,নারী কেলেঙ্কারি,সকল অপকর্মের বিরুদ্ধে কলম সৈনিক চলবে।মোরা একটি ফুলকে বাঁচাবো ভুলে যুদ্ধ করি,মোরা একটি ফুলের জন্য অস্ত্র ধরি।মোরা দুর্নীতিমুক্ত সমাজ গড়বো,এই প্রতিজ্ঞা ইস্মার্ট বাংলাদেশ গড়ের তোলার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ।
সোমবার (০২ অক্টোবর) রাতে শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর বাজারের আজিজ ম্যানশনের ৩য় তলায় অবস্থিত শাহজাদপুর পাইলট”২০০২”ফ্রেন্ডস এসোসিয়েশনের কার্যালয়ে সদস্যের উপস্থিতিতে তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে এই সংবর্ধনা প্রদান করা হয়।