মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম শাহাদৎ হোসেন, অধ্যাপক মোঃ মিজানুর রহমান (আমির, জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখা) বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি জনাব মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।