নূর মোহাম্মদঃলক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভা র (৩নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকার একটি খালে মৃত পড়ে থাকা অবস্থায় তাকে পায় পুলিশ। মো. রনি (১৮),পেশায় অটোরিকশা (মিশুক) চালক। সদর উপজেলার শাকচর ইউনিয়নের (৯নং ওয়ার্ড) আব্দু ল কাদের দরবেশ বাড়ির নূর-আলমের ছেলে।সোম বার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে অবস্থিত রহমানিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই খালটি কচুরিপানা ভর্তি রয়েছে।রনির লাশ উদ্ধা র করার পরে তার বাবা নূর-আলম তার হাতের ঘড়ি দেখে তার সন্তানের লাশ বলে শনাক্ত করেন।
নূর-আলম জানান, গত শুক্রবার বিকেলে রনি বাড়ি থেকে অটোরিকশা (মিশুক) নিয়ে বের হন। ওইদিন আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শনিবার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যার ডায়েরি নং- ৬১৮/২ ৩।লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস লেহ উদ্দিন,শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও কাউন্সিলর সুমন পাটোয়ারী।
লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পরিদর্শনে আসে ন,পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।লাশ উদ্ধা রের বিষয় জানতে চাইলে পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের জানান,৪দিন আগে রনি নিখোঁজ হন। এ ঘটনায় একটি থানায় ডায়েরি করা হয়েছে। সেই পেশায় অটোরিকশা চালক। কি কারণে তাকে হত্যা করা হয়েছে,তদন্ত ছাড়া বলা যাবে না। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।