প্রথম বাংলা – রাজধানীর চকবাজার থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি প্লাস্টিকের দানা চোরাচালানকালেদুইজন কে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশগ্রেফতার কৃতরা হলো মোঃ ইউসুফ মিয়া ও মোঃ তরিকুলইসলাম তপু।গত মঙ্গলবার রাতে চকবাজার থানার উমেশ দত্ত রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারক রাহয় এসময় তাদের হেফাজত থেকে ১৪৩৯ বস্তা প্লা স্টিদানা ও একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহী দুজ্জামান ডিএমপি নিউজকে জানান,পুলিশের কাছেত থ্য আসে চকবাজার থানার ১১ নং উমেশ দত্ত রোডের একটি বাড়ির সামনে কয়েকজন লোক শুল্ক ফাঁকি দি য়ে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিক পণ্য তৈরিরকাঁচামা ল বিক্রির জন্য মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে।