December 7, 2024, 9:16 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রলীগের মার খেলো ছাত্রদল কর্মীরা

Reporter Name

স্টাফ রিপোর্টার – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। এ ছবিতে ছাত্রদলের কয়েকজন হা হা রিঅ্যাক্ট দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু হামলা চালিয়ে ছাত্রদলের সিয়াম, হাসান ও রিয়ানকে পিটিয়ে আহত করে।

এদিকে হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ জানান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে হামলা চালিয়েছে। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন জানান, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, রোববার সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হাহা রিঅ্যাক্ট দেয়া নিয়ে এই ঘটনা ঘটেছে।

এ বিষয় ঘটনায় জড়িত ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছি। তদন্তের পরে বিস্তারিত জানাতে পারবো।



Our Like Page