January 19, 2025, 10:23 am
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হইতে ব্লাড চোর ও প্রতারক চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার সাংবাদিক ও কবি কাজী আশরাফুল আলমের মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনতাই প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে অভিনব প্রতারণা ও চাঁদাবাজি; এক পেশাদার প্রতারক গ্রেফতার দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ একাধিক মামলার আসামি, চিহ্নিত চাঁদাবাজ পবনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ শরীরে বিশেষ কায়দায় বেঁধে গাঁজা পরিবহন; ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ও তার শিশু সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ প্রসঙ্গে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সচেতনতার বার্তা নিয়ে হেঁটে ৫ জেলা ভ্রমন করলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার ৩ তরুন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

পায়ে হেঁটে ৫টি জেলা ভ্রমণে বের হওয়া শরীয়তপুর জাজিরা থানার তিন তরুণ পায়ে হেঁটে ৫টি জেলা ভ্রমণে বের হওয়াপাঁচটি জেলার ১৫০ কিলোমিটার পথ হেঁটে ভ্রমণের জন্য বেরিয়েছেন শরীয়তপুরের তিন তরুণ। আজ শনিবার তাঁরা রাজবাড়ীতে অবস্থান করছেন। এর আগে গত বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের যাত্রা শুরু হয়।

ভ্রমণে বের হওয়া ওই তিন তরুণ শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সদস্য। ভ্রমণের সময় তাঁরা বিভিন্ন জায়গায় মাদকের কুফল, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে মানুষকে সচেতন করছেন।ভ্রমণে অংশ নেওয়া তরুণেরা হলেন শরীয়তপুরের জেডএইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান, শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী অরূপ ঢঙ্গি এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী হানিফ ব্যাপারী। তাঁদের মধ্যে মশিউরের বাড়ি সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এবং অরূপ ও হানিফের বাড়ি জাজিরার দক্ষিণ বাইকশা এলাকায়। তাঁরা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা ভ্রমণ করবেন।

শরীয়তপুর জেলা রোভার স্কাউটের কর্মকর্তারা জানান, ওই তিন তরুণ প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) পুরস্কার পেতে হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেরিয়েছেন। বুধবার সকালে তাঁরা যাত্রা করেন। ওই দিন রাতে তাঁরা মাদারীপুরের শিবচরে ছিলেন। গত বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় ও শুক্রবার রাতে ফরিদপুর জেলা শহরে থেকে আজ সকাল সাড়ে আটটায় তাঁরা রাজবাড়ীর দিকে হাঁটা শুরু করেন। আজ তাঁরা রাজবাড়ীতে অবস্থানের পর কাল রোববার কুষ্টিয়ার খোকসা উপজেলায় গিয়ে ১৫০ কিলোমিটার রাস্তা হাঁটা শেষ করবেন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাঁটার সময় ঠিক করেছেন ওই তরুণেরা।
দলের সদস্য হানিফ ব্যাপারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চলার পথে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন হাটবাজারে মানুষকে মাদক পরিহার, বৃক্ষরোপণ ও বিদ্যুতের অপচয় রোধে সচেতন করছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জায়গায় রাত যাপন করেছেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কাউটের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দলনেতা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভ্রমণের উদ্দেশ্য প্রকৃতি পর্যবেক্ষণ, ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন সম্পর্কে ধারণা নেওয়া এবং জ্ঞানার্জন করা। এ ছাড়া আছে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা, দেশ ও দেশের পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করা এবং একজন রোভার হিসেবে প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণ করা।শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শরীয়তপুর থেকে এই প্রথম রোভার স্কাউটের তিন সদস্য হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেরিয়েছেন। জেলা স্কাউটস তাঁদের নিয়ে গর্বিত। তাঁরা প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণের জন্য কর্মসূচিতে অংশ নেন; পাশাপাশি সুনাগরিক হিসেবে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করছেন



Our Like Page
Developed by: BD IT HOST