সিনিয়র রিপোর্টার:-সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকা।
মটর সাইকেল ও অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো রিক্সা উল্টে গিয়ে ৪জন আহত হয়েছে।(৫ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বুড়াবুড়ী বাজার অটোস্টান হইতে যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে রও না হলে উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকির পাড়া (অটো ড্রাইভার) মোঃ আলে প উদ্দীনের বাড়ির সামনে পাকা রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,মোঃ আবেদ আলী (৩৫)পিং মৃত্যু সোনাব উদ্দিন,বুড়াবুড়ী -নেলোরগ্রামের বাসিন্দা।
মোঃ নজরুল ইসলাম (৬০)পিং মৃত্যু সমসের আলী
মুন্সিপাড়া বুড়াবুড়ী ইউনিয়ন।আহতদের মধ্যে দু’জনকে স্থানীয় ডাঃ চিকিৎসা দিয়ে তাদের পরিজনের হাতে তুলে দেয়া হয়।তবে এর দু’জন আশঙ্খাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকার নিউজকে জানিয়েছেন, এলাকার বাইবাস রাস্তা থেকে একটি মটর সাইকেল হর্ণ না দিয়ে দ্রুতগামী সড়কে উঠার সময় অটোতে কয়েকজন যাত্রী গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাদের দু’জনকে তার নিজ পরিবারের হাতে তুলে দেন।