মোহাম্মদ আলী,জেলা প্রতিনিধি-
লক্ষীপুর রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড রাঘবপুর প্রাইমারি স্কুলের উঠান বৈঠক করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহ সভাপতি,রামগঞ্জ এক আসনের মনোয়ন প্রত্যাশী সামছুল হক মিজান। নি জের ইউনিয়ন এর উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামছুল হক মিজান শেখ হাসিনা সরকারের আম লে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয় বলে জানান। এ উন্নয়ন এর দ্বারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচন এ আও য়ামী লীগের পক্ষে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ বান জানান। এ সময় তিনি সরকারের সফলতার কথা তুলে ধরেন।
রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন,পদ্মা সেতু,মেট্রোরেল,এলিভে টেড এক্সপ্রেস, সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ তৈরি করা, ৭০,০০০০০০ লক্ষ্য অসহায় গ্রীহ হীন পরিবার কে ঘর দেওয়া,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,ভিজিডি,ভিজিএফ এর চাউল,সহ সরকারের সফলতার কথা তুলে ধরেন।সামছুল হক মিজান আরও বলেন দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, স্বাধীনতা বিরোধিতা কারীরা যাতে ক্ষমতা আসতে না পারে সেজন্য সবাই কে ঐক্য বদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
আগামী নির্বাচন এ নৌকার মনোনয়ন প্রত্যাশী তরুণ এ স মাজ সেবক সামছুল হক মিজান বলেন নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আমি রামগন্জ কে একটি আধুনিক শহর হি সাবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন ইছাপুর ইউনি য়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ছাত্র লীগ,যুবলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ, সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।