February 16, 2025, 3:23 am
শিরোনামঃ
আবুল হাসেম রতনের মানহানি করার চেষ্টা তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উৎদোগে
সাংবাদিক প্রশিক্ষণ -২০২৫।

সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণ করেন।
লেকচারে দেওয়ার সময় বলেন সৎ সাহসী সত্য উৎযাপন করায় সাংবাদিকের কাজ নিরিপেক্ষতা সচ্ছলভাবে সত্য উপস্থাপনা করা কলম সৈনিকের কাজ সকল দুর্নীতির নৈরাজ্য গুম খুনের বিরুদ্ধে সাংবাদিকের কলম তুলে ধরবে এটাই হলো সত্যটা উপস্থাপনা করা।

যখন যে সরকার আসবে সে সরকারের গুণ গান গাওয়ায় সাংবাদিকতা উপস্থাপনা করা হয় না এতে বলা হয় দালালি তাই আমরা সব ছল হিসাবে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ ২০২৫ এর সচ্ছলভাবে চলার দিগনির্দেশনা দিয়ে এগিয়ে যাবে।

একজন কলাম সৈনিক হয়ে আরেকজন কলাম সৈনিকের বিরুদ্ধে লেগে থাকা সাংবাদিকতা বলা হয় না সাংবাদিকতা বলতে হলে স্বচ্ছল হিসেবে সকল কলাম সৈনিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে তাহলে এদেশে সন্ত্রাসী দুর্নীতি থাকবে না।আমরা প্রশিক্ষণ থেকে শপথ গ্রহণ করে সচ্ছল হিসেবে সাধারণ জনগণের সেবা করে যাব দুর্নীতির বিরুদ্ধে কলম চলবে অন্যায়ের কাছে মাথা নত করবো না অপরাধীর যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন কলমের উর্ধ্বে নয়।নিরপেক্ষভাবে কলম সৈনিক সকল অপরাধীর আতঙ্কের নামকলম সৈনিক।একজন কলম সৈনিক বিপদে পড়লে পাশে থাকায় সাংবাদিকের কাজ তাই আমরা সকলে এক হয়ে কাজ করে যাব সত্য উদঘাটন করব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন: ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও ওয়ার্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন”আমার সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ” একুশের বাণী পত্রিকা সম্পাদক আশরাফ সরকার”মাতৃজগত পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানের সাংবাদিকরা দিকনির্দেশনা দিয়েছিলে।

১৭ জানুয়ারী শুক্রবার সকাল দশ ঘটিকার সময় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ২০২৫”দিনব্যাপী প্রশিক্ষণের যারা উপস্থিত ছিলেন,বিকেলবেলা পরীক্ষার শেষ করার পরে সনদ বিতরণ করেন।

কাওছার আলী মাতৃজগত-ইয়াছিন মাতৃজগত – মোঃ আলমগীর হোসে মাতৃজগত”মোঃ সবুজ মাতৃজগত- মোঃ সেলিম রেজা মাতৃজগত – মোঃ- ইকবাল হোসেন বাংলাদেশ ক্রাইম সাংসদ –
মো: কবির হোসেন মাতৃজগত-মোঃ আরিফুল ইসলাম আরিফ মাতৃজগত -মো তোফায়েল হোসেন বাংলাদেশ ক্রাইম সাংসদ
– মোঃ আইব অলী মাতৃজগত -মোঃ আব্দুল মান্নান মাতৃজগত
-সাখাওয়াত মাতৃজগত-মতিন খন্দকার- মাতৃজগত- মোঃ বাবুল সানা মফস্বল বাতা- মাহমুদ হাসান মাসুদ মাতৃজগত – ইয়াছিন খাঁন’
যুগের সাথী – জয়নাল আবেদীন মুক্তির লড়াই – কে এম নাছির উদ্দিন মাতৃজগত-আরিফুল ইসলাম কাজর মাতৃজগত -ওয়ারেছ আহমেদ ভূইয়া মাতৃজগত”মো: ফারুক হোসেন মাতৃজগত মো: মোজাম্মেল হোসেন বাবু মাতৃজগত”

এই সময় মাত্র জগত পত্রিকার সম্পাদক বলেন আপনারা সচ্ছলভাবে সংবাদ উপস্থাপনা করবেন সত্যের বিজয় আমাদের হবে প্রতিনিয়ত সাংবাদিকদেরকে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই হয়রানি থেকে মুক্ত করার জন্য আমি সব সময় সংবাদকর্মীদের পাশে থাকি এবং থাকবো।

সত্য উদঘাটন করতে গেলে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ থাকবে সে ঝুঁকিপূর্ণ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে সফল করে নিবো।গত পাঁচ এ আগস্টের পর থেকে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে জেল হাজত প্রেরণ করা হয় কিছুদিন আগে কয়েকজন সাংবাদিক রে পরিশ্রম দিয়ে কারা মুক্ত করেছিলাম।

সত্য উদঘাটন করতে গেলে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ থাকবে তাদের সাহস দিয়ে সত্যের জয় করবে ইনশাআল্লাহ আমি খান সেলিম সব সময় সংবাদকর্মীদের পাশে থাকবো।আপনারা মনের সাবাস নিয়ে সত্য উদঘাটন করবেন একজন সাংবাদিক বিপদে পড়লে তাকে সাহায্য করবে একে অপরকে ভালবাসবেন নির্ভজ্ঞতা ভাবে জনগণের সেবা করবেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সুদ দীর্ঘ কামনা করি।

প্রশিক্ষণের শেষে সকলের সনদ বিতরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST