রাশেদুল হাসান লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার ( ৯) নং তোরাব গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরৃজা আশ্রাফুল জামাল রাসেল ২০২৩ ইং অর্থ বছরের মানবিক সহয়তা কর্মসূচি আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রান মন্ত্রণালয় হইতে বরাদ্দকৃত বিনা মূল্যে ১০ কেজি হারে চাউল বিতরণ করাহয় কমল নগর উপজেলার (৯) নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আশ্রাফুল জামাল রাসেল।
এসময় চেয়ারম্যান এর সাথে কথা বল্লে তিনি বলেন আমা দের সরকার,বাংলাদেশের টানা তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার,অসহায় দুস্ত গরীব মানুষের জন্য ১০ কেজি হারে চাউল বরাদ্দ করেন আমার ইউনিয়নে বরাদ্দ পাঁচ হাজার তিন শত নাম ,আমি ও তার সাথে দুই হাজার সাত শত যোগ করে মোট আট হাজার পরিবার কে দিয়েছি।এতে করে আমার ইউনি য়নে আট হাজার পরিবার উপকৃত হয়েছে।আমরা সবাই দোয়া করী যেনো প্রধানমন্ত্রী কে,ভালো রাখুক,তিনি যেভা বে বাংলার মানুষের জন্য কাজ করে ও চিন্তা করে,আমি আশাবাদী তিনি চতুর্থ বারের মত আবার ও সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
সাধারণ মানুষের সাথে কথা বল্লে তাহারা জানান,আমরা খুব খুশি,এ সরকারের আমলে আমরা কিছু না কিছু পেয়ে ছি,আমাদের রাসেল চেয়ারম্যান ও ভালো মনের মানুষ সরকারের বরাদ্দকৃত মালামাল সঠিকভাবে বন্টন করে এবং নিজ অর্থায়নে ও আমাদের কে দেয়।তাহার মনটা অনেক বড়, সে এভাবে সুন্দর করে ইউনিয়ন চালাবে তা আগে চিন্তা ও করিনাই।আমরা এমন চেয়ারম্যান চাই, ইনশাআল্লাহ আমরা আগামীতে ও আবার রাসেল চেয়ারম্যান কে বিজয়ী করাবো