মোঃ রবিউল ইসলাম সুজন নিজস্ব প্রতিবেদক বগুড়াঃ-নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়ার শেষ ও ইটালী ইউনিয়নের শুধু ডোবা ব্রিজ সংলগ্ন অবৈধ ভাবে গড়ে ওঠা পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে পরি চালনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমি শনার (ভূমি) মো. আল ইমরান এ জরিমানা করেন।
কারখানা মালিকের নাম কর্মচারীরা সিংড়া উপজে লার আশিক জানালেও আশিক মুলত এই কারখানা মোটা অংকের টাকার বিনিময়ে দেখাশোনা কর তেন।এই কারখানার মুল মালিক নওগাঁ জেলার আবাদপুকুর এলাকার ভাই ভাই সাইকেল স্টোরের মালিক মোঃ শয়নুল ইসলাম ও গাইবান্ধা জেলার মহসিন।
সিংড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মো. আল ইমরান বলেন, সিংড়া উপজেলার ডোবা ব্রিজ এলাকায় একটি কারখানায় ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা চলছে এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই।
এ সময় কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।