প্রথম বাংলা-চান্দগাঁও থানার এসআই(নিঃ)মোঃ নাজমুল হাসান, এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, এএসআই (নিঃ) জালাল আহমেদ,এএসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন,এএসআই(নিঃ) সুজন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ ইং ২২/০২/২০২৫ তারিখ রাত ০১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল খইল্লা মিয়ার পেট্টোল পাম্প বিল্ডিং ২য় তলা পূর্ব পাশের রুমে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত (২৪), ২। মোঃ রাশেদ (৩৫), ৩। মোঃ হানিফ (৩৩), ৪। নুর মোহাম্মদ (৪০), ৫। মোহাঃ আলী (৫৩),
৬। মোঃ ওসমান (৬৪), ৭। সাইফুল ইসলাম হাসিব (১৯), ৮। আজাদ হোসেন বাচ্চু (২৮), ৯। রুবেল শীল (২৭), ১০। মোঃ আবু তাহের (৩৯), ১১।খোরশেদ আলম (৪২), ১২। মোঃ নুরুল ইসলাম (৪৫), ১৩। কামাল হোসেন (৩৪), ১৪। মোঃ পারভেজ মোশারফ হোসেন (৩১), ১৫। মাহমুদুল হক (৩৪), ১৬। মোঃ ইউনুস (৫৫), ১৭। মোঃ ইলিয়াছ (৫০),
১৮। মোঃ ইদু (জীবন) (৩১), ১৯।সাজ্জাদ হোসেন নয়ন (৩১) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩,১৯৪/-টাকাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা করা রুজু হয়।