প্রথম বাংলা – সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লী (Mitchel LEE) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (৮ ডিসেম্বর, ২০২৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মিচেল লী (Mitchel LEE) এর সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় উভয় দেশের কর্মদক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন মিচেল লী (Mitchel LEE)। এছাড়া সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণ এর উপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।