সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানার প্ল্যান্ট বিস্ফোরণে আহত ও নিহত পরিবারের মধ্যে এক কোটি ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের হলরুমে মালিক পক্ষ থেকে এ সহায়তা তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ কামাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ,সীমা গ্রুপের ম্যানেজার ইফতেখার উদ্দীন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল বলেন,বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জা মানের উপস্থিতে কারখানার মালিক মোঃ মামুন, জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে সফল আলোচ না হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণে একমত হয়।’
তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী নিহত সাত জনের পরিবারকে নগদ ১০ লাখ টাকা ও যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে ৫ লক্ষ টাকা এবং আহত দেরকে ২ লক্ষ টাকা করে দেয়া হবে।এছাড়াও আহ ত কর্মচারীর প্রত্যেকে চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক বেতন পাবেন এবং সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দান করবেন। নিহত পরিবারের সদস্যগণ চাইলে সীমা গ্রুপে চাকরীর সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে নিহত ও আহত পরিবারের মাঝে চেকগুলো তুলে দেয়া হয়।