কবিতা – প্রবাসের মাটি
লেখক – মো: মাসুদ রানা
পাঠক – এমডি ইলিয়াছ
ছেড়েছি আমি মা-বাবাকে,
ছেড়েছি বন্ধু ভাই,
প্রবাসের বুকে তাদের মতো
আপন তো কেউ নাই!
সুখের আশায় জীবন ফাঁসায়
লাখো প্রবাসীর দল,
তবুও তারা হাল ছাড়ে না
মনে রেখে শক্তি বল।
হয়তো কেউ পায় সফলতা
কেউ-বা হারায় সব,
প্রবাসের বুকে সব ভাই কে
ভালো রেখো তুমি রব।