এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধ:
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে নবীপুর বেচু পাঠোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদের ১৯৫ ডিসিমিল সম্পত্তি উদ্ধারে নেমেছে এলাকা বাসী।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়,ঐতির্য্য বাহী বেচু পাঠোয়ারী জামে মসজিদটি ১৭শ সালে গড়ে উঠে।১৯শ সালে ওসমান আলী পাঠওয়ারী ১৭৫ নং দলিলে,সিএস ২২৪, এক দলিলে ২ মৌজা য় নলদিয়া ৩ দাগে ৭১ ডিসিলিম এবং নবীপুরে ৩ দাগে ১২৪ ডিসিমিল,মোট ১৯৫ ডিসিমিল সম্পত্তি উক্ত মসজিদের জন্য ওয়াক্ফমাবুদ করে যায়। কিন্ত উক্ত ১৯৫ ডিসিলিম সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা দখলে রাখে। তারই ধারাবাহিকতায় দখলদারীদের উত্তরসুরীরা ভোগ দখল করে আসতেছে।
এমতাবস্থায় বর্তমান আইনে দলিল যার সম্পত্তি তার সূ্ত্র ধরে মসজিদ কমিটির মাধ্যমে এলাকাবাসী একত্রিত হয়ে উক্ত সম্পত্তি গুলোতে খুটি দিয়ে সাইন বোর্ড লাগিয়ে দখলে নামে শনিবার সকালে।মসজিদ কমিটির সভাপতি জাকের হোসেন সাংবাদিকদের কে বলেন,সাইনবোর্ড কৃত সম্পত্তি উক্ত মসজিদ দলিল সূত্রে মালিক। তাই আমরা সমাজবাসী একত্রি ত হয়ে উক্ত সম্পত্তি দখল করেছি। কেউ দলিল দেখাতে পারলে আমরা সেচ্চায় তা ছেড়ে দিবো। আর কেউ জবর দখলের চেষ্টায় থাকলে আমরা আইনের আশ্রয় নিবো। তিনি এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম এবং প্রশাসনে সুদৃষ্টি কামনা করেন।
মসজিদ কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠোয়ারী বলেন, আমাদের কাছে ও মসজিদের সম্পত্তি দখলে আছে বলে মসজিদ কমিটি দাবী করে আসছে, উপযুক্ত দলিল মসজিদের নামে থেকে থাকলে আমরা দখলীয় সম্পত্তি মসজিদকে ছেড়ে দিবো।