সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ ১নং সৈয়দপুর ইউনিয় নের মুসলিম ভাই-বোনদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা তিনি বলেন,আগামী ২৪শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার মাহে রমজান শুরু রহমত,মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় মহান আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির বার্তা রয়েছে।
এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়। মেজবা উদ্দীন রানা নিজ মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানান প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগীতার আহ্বান জানান।